অনলাইন ডেস্কঃ- লালমাই উপজেলার পেরুল (দঃ) ইউনিয়নের পেরুল গ্রামের মৃত. আবদুল ওয়াদুধের ছেলে জহিরুল ইসলামের উপর অর্তকিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, ১৩ই এপ্রিল সোমবার গভীর রাতে মামুন মিয়া, শাহ আহ আলম সহ চার পাঁচ জন মিলে তাদের ২২ জনের পৌতৃক সম্পত্তি পুকুরে মাছ চুরি করতে গেলে পুকুরের অন্য অংশীদারদের মধ্যে জহিরুল ইসলাম সহ বাকী সকলে টের পেয়ে যায় ফলে, তাদের কে দরে পেলে। এবং পরবর্তীতে পারিবারিক শালিশির মাধ্যমে বিষয়টি মীমাংসা হওয়ার কথা থাকলে ও বিষয়টি অমীমাংসীত রয়ে যায়। গত ৩মে সোমবার রাত প্রায় ১১ টার সময় মাছ চুরির সাথে সম্পৃক্ত থাকা মামুন, শাহ আলম, পেয়ার আহম্মদ সহ কতিপয় ব্যক্তি মিলে স্থানীয়, নূরে আলমের চায়ের দোকানের সামনে জহিরুল ইসলামকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতে, মাথায় সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ফলে, গুরুতর আশংঙ্খাজনক অবস্থায় তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পেরুল (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুল ইসলাম বলেন, মাছ চুরির ঘটনাটি জানার পরে, স্থানীয় মেম্বার মোস্তফাকে মীমাংসা করার জন্য বলেছি কিন্তু মামুন গং তা অমান্য করে বিচারে বসতে রাজি হয়নি। আহত জহিরুল ইসলামের পরিবার, এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওয়াতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান এবং তারা দ্রুত মামলা করবেন বলে অবহিত করেন।
আরো পড়ুনঃ