লালমাই প্রেস ক্লাবের অন্তর্বতী কালীন পরিষদ গঠিত

 

 

কুমিল্লার লালমাই প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন পরিষদের ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩০ মার্চ বুধবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ওই কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে অমর কৃষ্ণ বনিক মানিক কে আহবায়ক ও রেদওয়ানুর রহমান সুমন কে সদস্য সচিব এবং এমদাদুল হক মজুমদার, মীর হোসেন ও ইকবাল হোসাইন কে সম্মানিত সদস্য করা হয়েছে। কার্যকরী কমিটির মেয়াদ ৩১ মার্চ ২০২২ইং তারিখে শেষ হওয়ায় এ কমিটি ১ লা এপ্রিল থেকে আগামী ৪ মাসের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব গঠনকল্পে যাবতীয় কার্যাদি সহ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, প্রেস ক্লাব কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। সবাই মিলেই এই ক্লাব। এই ক্লাবের সবাই একটি পরিবারের সদস্য। আমরা প্রতিটি সদস্যের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরো বলেন, নতুন কমিটি ক্লাবকে আরো গতিশীল ও সদস্যমুখি করা এবং ক্লাবের সুনাম বৃদ্ধির জন্য সাধ্যের সবটুকু দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। মনে রাখবেন, লালমাই উপজেলা বিশ্বসেরা অর্থমন্ত্রী’র এলাকায়। ক্লাবের যে কোন কর্মকান্ডের কারণে মন্ত্রী মহোদয়ের সুনাম নষ্ট হয়, ঐ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার চেষ্টা করবেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১