শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বাগমারা ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বৃহত্তর বাগমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। ২৪ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।
এর আগে বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এমপি), টেলি কনফারেন্সে যুক্ত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহত্তর বাগমারা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম দুলা মিয়া’র বড় ছেলে মোঃ হুমায়ুন কবির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ০২ঃ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরো পড়ুনঃ