-সম্প্রতিক কালে বাগমারা উচ্চ বিদ্যালয়ের অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেয়া স্টেটাসে তিনি অভিভাবকদের উদ্দ্যেশ্যে আরো দায়িত্বশীল হতে আহবান করেন।
নিছে স্যারের স্টেটাসটি হুবহু তুলে ধরা হয়েছে,
বাগমারা উচ্চ বিদ্যায়ের সম্মানিত অভিভাবকদের প্রতি
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন –
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
-মোঃ হেলাল উদ্দিন
সিনিয়র শিক্ষক
বাগমারা উচ্চ বিদ্যালয়