নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই এ সালাতুল ইস্তিসকার বা (বৃষ্টির জন্য বিশেষ) নামাজ জয়নগর জনকল্যাণ পরিষদ এর উদ্যোগে লালমাই উপজেলা র জয়নগর চৌহমুনীতে অনুষ্ঠিত হয়।
তীব্র তাপদাহে পুড়ছে দেশ৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবি হযরত মুহাম্মদ সা. এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন৷ এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন (বুখারি, মুসলিম)৷ বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সহ রহমতের উপকারী বৃষ্টির আশায় এ নামাজ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন জয়নগর সোমনি বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব, এবং জয়নগর জনকল্যাণ পরিষদ এর উপদেষ্টা হযরত মাওলানা মোঃ নাঈম উদ্দিন সিদ্দিকী সাহেব।