গাজী মামুন : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরুণ রাজনীতিবিদ আরিফুল হোসাইন সৈকতের ৩৬ তম জন্মদিন আজ।
১৯৮৬ সালের ৪ঠা নভেম্বর এই দিনে জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবা এনামুল হক বাচ্চু পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। মা সেলিনা সুলতানা একজন গৃহিণী।
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২০০৪ সালে এসএসসি, ২০০৬ সালে এইচএসসি। ২০১১ সালে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে স্নাতক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করা সৈকত ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। তিনি বৃহত্তর পেরুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং কলেজে পড়া অবস্থায় নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও পরবর্তীতে পেরুল উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সে নিরিখে নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিনটি উপভোগ করছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
আরো পড়ুনঃ