হাজতখোলায় রবিউল স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত

গাজী মামুন : কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নস্থ জনপ্রিয় ক্রীড়া সংগঠন হাজতখোলা ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত রবিউল স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে হাজতখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

 

ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান কবিরের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ও হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল জলিল সওদাগর, উপজেলা যুবলীগ নেতা ও রবিউল স্মৃতি ক্লাবের উপদেষ্টা এডভোকেট জাহাঙ্গীর আলম, এপিপি।

 

হাজতখোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনায় খেলায় আরো উপস্থিত ছিলেন হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলকাছুর রহমান মেম্বার, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল হালিম, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ টিটু, হাজতখোলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নজির আহমেদ তপু, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের সদস্য মোশারফ হোসেন সহ অনেকে।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমি ও পিপুলিয়া ফুটবল একাদশ। এতে ২-০ গোলে জয়লাভ করে পিপুলিয়া ফুটবল একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১