-আজকের লালমাই ডেস্কঃ-
আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরই বিদায় নেবে ২০২০। কী কী ঘটল লালমাই উপজেলায়? কোন কোন ঘটনায় তোলপাড় হল লালমাই বাসী। বছর শেষে ফিরে দেখার পালা।
★ ১৩ বছরের কিশোরীর সাথে ৬৫ বছরের বৃদ্ধের বিয়ে!
২০২০ সালে লালমাই উপজেলায় সবচেয়ে বেশী আলোচিত ঘটনা ছিলো পেরুল দক্ষিণ ইউনিয়নের ৬৫ বছর বয়সী রিক্সা চালক সামছুল হক ও ১৩ বছরের কিশোরী মরিয়মের বিয়ে। এ বিষয়টি সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে কিশোরীর মা সামছুল হকের নামে মামলা করলে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
★মেয়েকে উত্যক্তের প্রতিবাদে পিতাকে হত্যা, আগাম জামিন পেয়ে আসামীকে সংবর্ধনা!
এ বছর লালমাই উপজেলায়
সমালোচিত এবং নিন্দিত ঘটনার মধ্যে অন্যতম ছিলো বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুর গ্রামের কৃষক আমানউল্লাহ হত্যা। ইউপি সদস্য দেলোয়ারের ছোট ভাই সোহরাব আমানউল্লাহর মেয়েকে উত্যক্ত করলে আমানউল্লাহ সেটির প্রতিবাদ করে। পরবর্তীতে সোহরাবের ভাই ইউপি সদস্য দেলোয়ার তার বাহিনী নিয়ে কৃষক আমানউল্লাহ’র উপর হামলা করে। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে আমানউল্লাহ মারা যান। এ ঘটনায় মামলা হলে হাইকোর্ট থেকে আগাম জামিন পান ইউপি সদস্য দেলোয়ার। পরবর্তীতে সে এলাকায় এলে তার অনুসারীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিলে সে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
★মেয়ের জামাইকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন শ্বশুর!
বেলঘর উত্তর ইউনিয়নের তুলাতুলী গ্রামের মোঃ স্বপন মিয়া বিয়ে ও মামলা সংক্রান্ত দ্বন্ধের জেরে নিজের আপন মেয়ের জামাইকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। মেয়ের জামাই অটোরিক্সা চালক সাকিবকে ফাঁসাতে তার অটোরিক্সার পিছনের সিট কেটে গোপনে ৫পিচ ইয়াবা রাখেন শ্বশুর স্বপন মিয়া। পরে পুলিশ তল্লাশী করে দেখতে পায়, নতুন অটো রিক্সার সিটের পিছনে অংশে কাটা। কাটা সিটের ভিতরের অংশে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে পুলিশ ইয়াবাগুলো উদ্ধার করে এবং মামলার তদন্ত করে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে মোঃ স্বপন মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সবকিছু স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায়স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
★ স্বামীকে কিডনি দান করে ভালোবাসার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন স্ত্রীর!
বাগমারা দক্ষিণ ইউনিয়নের চাঁদকলমিয়া গ্রামের নাসির উদ্দীন মজুমদারের দুটি কিডনি অকার্যকর হয়ে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন পাশাপাশি কিডনি খোঁজা শুরু করেন। মা,বোন সহ নিকট পরিজনদের সাথে যোগাযোগ করলেও কারো সাথে টিস্যু না মিলায় হতাশ হয়ে পড়েন।একপর্যায়ে স্ত্রী খোদেজা আক্তারের টিস্যু ও রক্তের গ্রুপ মিলে গেলে তাৎক্ষনিক স্বামীকে কিডনি দান করেন। স্ত্রী খাদিজা আক্তার বলেন, যতদিন আল্লাহ হায়াৎ রেখেছেন ততদিন যেন একসাথে থাকতে পারি তাতেই আমি খুশী।
★ইউএনও ইয়াসির আরাফাতের বিদায়, নতুন ইউএনও নজরুল ইসলাম
গত ০৬ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে ইউএনও ইয়াসির আরাফাতকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয় এবং ৯ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নজরুল ইসলামকে লালমাই উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। এছাড়াও প্রথম সহকারী কমিশনার (ভূমি) আগষ্ট মাসে যোগদান করেন।
★ শিশু শাহপরান হত্যা,৪০০ ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করে হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের শিশু শাহপরান ব্যাটারি চালিত একটি অটোরিকশা সহ নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজ করে তার পরিবার। পরদিন ডাকাতিয়া নদীর পাশে একটি ঝোঁপে হাত পা গলায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উন্মোচনে লাকসাম থেকে বাগমারা সড়কের ১৩টি সিসি ক্যামেরার প্রায় চারশ ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করে একটি অংশে ৫ সেকেন্ডের ফুটেজে মিশুকসহ শিশু শাহপরান এবং নূর উদ্দিনকে চিহ্নিত করেন। এর পরই পুলিশ ঘাতক নুর উদ্দিনকে গ্রেফতার করলে ঘটনার আদ্যপ্রান্ত বেড়িয়ে আসে। ভাড়ায় অটোরিকশায় উঠে শাহপরানকে খুন করে ঝোপের ভেতর মরদেহ রেখে ঘাতক মিশুকটি লাকসাম নিয়ে ১৫ হাজার টাকায় বিক্রি করে।
★ধর্ষণ ও ধর্ষক
এ বছর লালমাই উপজেলায় বেশ কিছু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশী আলোচনায় এসেছে কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন জয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা। ধর্ষণ চেষ্টাকালে হাতেনাতে স্থানীয় জনগণ আটক করলে গ্রাম্য সালিশে তাকে জুতাপেটার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়। এছাড়া ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে একই এলাকার স্বপন মিয়া। এ ঘটনায় মামলা হয়েছে।
★বাগমারা সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রন নিয়ে দু গ্রুপের সংঘর্ষ
বছরের শেষ দিকে এসে গত ২১ ডিসেম্বর সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রন ও জিবি উঠানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে লালমাই উপজেলার প্রাণ কেন্দ্র বাগমারা বাজারে।সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের ১০/১২জন সিএনজি শ্রমিক। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছেন।
★ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠন
বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপিকে প্রধান উপদেষ্টা করে ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে ৬৭ সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারী শতবর্ষ উদযাপন আনন্দ র্যালি করার উদ্যোগ নেয়া হয়েছে।ইতোমধ্যে নাম নিবন্ধন শুরু হয়েছে।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির অনুমতি সাপেক্ষে আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শতবর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
আরো পড়ুনঃ