-অনলাইন ডেস্কঃ কুমিল্লার লালমাই উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ‘বাগমারা উচ্চ বিদ্যালয়’ ২০২১ সালের প্রথম প্রহরে একশ বছর পূর্ণ করছে।
শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে শতবর্ষে বিদ্যালয়টিকে সরকারিকরণ করার দাবি তুলেছেন এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
গত মাসের ২৫ শে জুলাই শনিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে – শিক্ষার অগ্রগতি, মূল্যায়ন ও পরবর্তী করণীয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে একত্র করে সরকারি করনে একমত পোষণ করেন।
মতবিনিময় সভায় লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার বলেন, বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে একত্র করে জাতীয়করণ করতে আমরা ইতিমধ্যে কিছু কাজ করেছি। শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার শহিদুল ইসলামের সাথে কথা বলে একটি রেজুলেশন লিখতে হবে। এরপর মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত দিলে পরবর্তী কার্যক্রম শুরু করব। আমি বিশ্বাস করি এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীর সহযোগিতায় আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ‘বাগমারা উচ্চ বিদ্যালয়’ শতবর্ষেই সরকারি হবে।
অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন বলেন, বাগমারা উচ্চ বিদ্যালয় আমার প্রাণের বিদ্যাপীঠ। এই বিদ্যালয়কে সরকারি করতে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমার যা কিছু করা প্রয়োজন আমি করব।
এদিকে শতবর্ষ উদ্যাপন করার লক্ষ্যে বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার কে আহবায়ক ও ব্যবসায়ী মো: কামাল হোসেন কে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অর্থমন্ত্রীর সাথে পরামর্শক্রমে অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে শীঘ্রই কাজ করবে।
সূত্রঃ সাপ্তাহিক লালমাই বার্তা