নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনাভাইরাসের টিকা পেতে ভ্যাকসিন উৎপাদনকারীদের সঙ্গে দ্রুত চুক্তির করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ভ্যাকসিন উৎপাদনকারী অক্সফোর্ড, রাশিয়া বা অন্য কোন প্রতিষ্ঠান কিংবা দেশের সঙ্গে চুক্তি করা জরুরি। পৃথিবীর সব দেশই তা করছে। ভারতও করে ফেলেছে।
আজ বুধবার ইকনোমিক অ্যাফেয়ার্স ও পার্চেজ কমিটির সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংএ অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, হয়তো রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকাই সবার আগে বাজারে আসবে। ভারত অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে। সরাসরি অক্সফোর্ডের সঙ্গে না পারলেও ভারতের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি করা যেতে পারে।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আরো পড়ুনঃ