লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন স্বপদে বহাল

গাজী মামুন: লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল শাহিন’কে পুনরায় বহাল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে তার পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল্লাহ আল শাহিন এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

এ বিষয়ে আবদুল্লাহ আল শাহিন বলেন, রাজপথ কখনো বেইমানি করেনা। বিশ্বাস ছিল রাজনীতিতে শ্রম, ঘাম আর ত্যাগের মূল্যায়ন হয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে আমাকে পদ ফিরিয়ে দেয়ায় মাননীয় অর্থমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষা, শান্তি, প্রগতির মশালবাহী সংগঠন, এশিয়া মহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে গতিশীল করতে অতীতের ন্যায় আমি আগামীতেও কাজ করে যাবো ইনশাআল্লাহ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১