গাজী মামুন ( ভূলইন প্রতিনিধি)
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই চেতনা ধারণ করেই রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের শ্রীপুরে ২৫০ জন অটোরিকশা, ভ্যান, মিশুক ও সিএনজি ড্রাইভার শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন হাজী আবদুর রশিদ ফাউন্ডেশন। প্রত্যেক ড্রাইভারকে নগদ এক হাজার টাকা এবং সাথে একটি করে পানির বোতল, মিষ্টি ও ফল দেয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি ডাঃ জামাল হোসেন সওদাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি’র সঞ্চালনায় ড্রাইভার শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল জলিল সওদাগর, হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সওদাগর, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাইল মেম্বার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সংসর আলী মেম্বার, ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবদুল মালেক মানু,ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সহ প্রমুখ।
উল্লেখ্য, গরীব দুঃখী ও মেহনতি মানুষের সেবা করার লক্ষ্যে ০১/০১/২০২০ ইং গঠিত অরাজনৈতিক ও সেবামূলক এ সংগঠনটির উদ্দেশ্য হলো এলাকার পিছিয়ে পড়া মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকা। গরীব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা।
এছাড়াও প্রতি বছরই হাজী আবদুর রশিদ ফাউন্ডেশন গরীব অসহায় ও ড্রাইভার শ্রমিকদের ঈদ সামগ্রী সহ আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন।
আরো পড়ুনঃ