আনসার সেজে মোস্তফাপুর গ্রামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছে গ্রাম বাসী।
জানা যায় গত ২২/০৪/২০২০ তারিখে ভূলইন দঃ এর মোস্তফাপুর গ্রামে প্রবেশ করে বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়া পুকুর পাড়ে কথিত সেচ্ছাসেবী কাজ করা একদল লোক দোকানের দরজায় লাঠির আঘাত করে,হুইসেল বাজিয়ে আতঙ্ক সৃষ্টি অভিযোগ করেছে গ্রামবাসী।
তারা মানুষকে হয়রানি করার উদ্যেশ্যে এশার নামাজে আসা মুসুল্লিদের তাড়া করেছে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ গ্রাম বাসীর।
রাতে বাঁশি দিয়ে হুইস দিয়ে আতংকে পেলে দিয়েছে পুরো গ্রামের মানুষদের,এতে করে গ্রামের মানুষ অসহায় বোধ করছে,তারা বলছে এই ভাবে যে কেউ এসে নিরাপত্তার দোহাই দিয়ে যে কোন অপকর্ম করে আইনশৃঙ্খলার অবনতি করতে পারে তাই এদের প্রতিরোধ করা প্রয়োজন।
এই ঘটনা কানিয়া পুকুর পাড়ের আব্দুল মজিদের ছেলে খোকন নামে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।গ্রামের মানুষ ঐ লোকগুলোর সাথে যাওয়া সময় এই দুইজনকে চিহ্নিত করতে পেরেছে।
এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মোস্তফাপুর গ্রামের ফয়েজ উল্লাহ,সিরাজুল ইসলাম,মোখলেস, মোহন ও অন্যান্যরা।