-অনলাইন ডেস্কঃ
বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক আবদুল মান্নান (৬০) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
১৩ই জুলাই দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি সহ স্থানীয় সুধীমহল এই গুণী শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
কর্মজীবনে তিনি বাগমারা উচ্চ বিদ্যালয় ছাড়াও কুমিল্লা হাই স্কুলে শিক্ষকতা করেছেন। ২০১৯ সালের ৩১ মে অবসরের পর তিনি পূনরায় খন্ডকালীন শিক্ষক হিসেবে বাগমারা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। করোনা উপসর্গ দেখা দিলে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন।
আরো পড়ুনঃ