কুমিল্লার লালমাইয়ে শখের বশে কাস্টমারের মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৬) নামের এক চা দোকানি মারা গেছেন। বুধবার (৫ মার্চ) পেরুল গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ দুর্ঘটনায় ঘটে।
জহির পেরুল দক্ষিণ ইউনিয়নের পুর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারের চা বিক্রেতা।
নিহতের পরিবার ও ফয়েজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী জহিরের দোকানে চা খেতে আসেন। ওই সময় মোটরসাইকেল আরোহীকে চা খেতে দিয়ে শখের বশে মোটরসাইকেল চালিয়ে হরিশ্চর বাজারের দিকে রওনা করেন জহির। চৌকিদার বাড়ি সংলগ্ন ইউটার্নে পৌঁছলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তথ্য: লালমাই বার্তা
আরো পড়ুনঃ