লালমাইয়ে সামাজিক দূরত্ব মানছে না মানুষ!চা দোকান সকাল-সন্ধ্যার আড্ডা খানা!

-মোঃনাছির আহাম্মেদ(আজকের লালমাই)

কুমিল্লা জেলার লালমাই উপজেলার সামাজিক দূরত্ব মানছে না মানুষ,সরজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন বাজার যেমন বাগমারা বাজার,মেহেরকুল দৌলতপুর,আটিটি বাজার ও পেরুল তুলাগাছ তলা নামক স্থানে সন্ধার পরে যেন সাপ্তাহিকহাট বসে।

সন্ধায় এই তিনটি কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার যে দিকনির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলছেন না বাজরে আসা বিপুল সংখ্যক মানুষ।

এছাড়া মানুষের অফুরন্ত অবসরের কারনে গ্রামের চা দোকান গুলি যেন আড্ডা খানায় পরিনতহয়েছে।
গ্রামের মধ্যে রয়েছে বাগমারা উত্তরের দত্তপুর,দৌলতপুর, ধনপুর,মান্দারি অন্যান্য।
তাছাড়া উপজেলার অন্যান্য গ্রামেরো প্রায় একই হাল।

সাধারণ মানুষের অনীহার কারণে করোনাভাইরাসের বিস্তার রোধে বাগমারা উত্তরের বিভিন্নগ্রাম, আটিটি বাজার ও পেরুল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়াড পেরুল তুলাগাছ তলা সামাজিক দূরত্বের নির্দেশনা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১