-অনলাইন ডেস্কঃ
গত কাল ৬ই জুলাই রবিবার আনুমানিক রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নে নালগর গ্রামে চৌদ্দগ্রাম থানা সহযোগিতার অভিযান চালায় লালমাই থানা পুলিশ। লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব এর নির্দের্শে এই অভিযান পরিচালনা করেন এস আই মোঃকুদ্দুস ও সঙ্গী ফোর্স। অভিযানে মামলার আসামি তোফায়েল ও সোহাগ কে গ্রেফতার করেন লালমাই থানা পুলিশ। গত১৮-৪-২০২০ তারিখে লালমাই ইছাপুর গ্রামে আমানউল্লাহ মেয়ে কে দেলওয়ার মেম্বারের ভাই উত্যক্ত করলে তার প্রতিবাদ করে মেয়ের বাবা আমানউল্লাহ। আমানউল্লাহ তার মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করলে তাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় দেলওয়ার মেম্বার সহ তার চার ভাই পরে তাকে হত্যা করে পেলে যায় গ্রামের এক কবরস্থানে। পরে আমানউল্লাহ ছেলে বাদী হয়ে লালমাই থানা একটি হত্যা মামলা করেন। মামলার দুই মাস পর ২নং আসামী বিল্লাল ও গতকাল রাত আরো দুই জন আসামি গ্রেফতার করেন লালমাই থানা পুলিশ।