-আজকের লালমাই ডেস্কঃ-
-লালমাই থানার এসআই এটিএম আশরাফুল হক এর করোনা শনাক্ত হয়েছে এই নিয়ে লালমাই থানা পুলিশের ১১ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে চার জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
গত ২৯শে জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত একুশটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে যাদের মধ্যে লালমাই থানার একজন এসঅাই কোভিড১৯ পজিটিভ এবং বাকিরা নিগেটিভ। এ নিয়ে লালমাই উপজেলায় কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন।
এ পর্যন্ত লালমাই উপজেলায় সংগৃহীত ৪৭৪টি নমুনার মধ্যে ৪১৩টির ফলাফল পাওয়া গেছে, বাকিগুলো অপেক্ষমাণ আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড১৯ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী কোন উপসর্গ না থাকায় এবং সনাক্ত হবার পর আঠারো দিন পার হওয়ায় লালমাই থানার চারজন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে লালমাই উপজেলায় সুস্থ হলেন ১১ জন।
করোনাপজিটিভ সনাক্ত এসআই ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাইসোলেশনে অাছেন।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৫৪ জন। মৃত্যু সংখ্যা দুজন,সুস্থ হয়েছেন ১১ জন।
আরো পড়ুনঃ