সেচ্ছাসেবী সংগঠন লালমাই ক্লাবের কমিটি ঘোষণা!

লালমাই ক্লাবের আত্নপ্রকাশ সভাপতি ড. আশিক, সহসভাপতি শিল্পপতি জসিম উদ্দিন, সেক্রেটারি কামাল হোসেন।

সম্প্রতি ন্যায় প্রতিষ্ঠা, সমাজ সংস্কার, সহযোগীতা ও সুদৃঢ় ঐক্য গড়ার মহান লক্ষকে সামনে নিয়ে আত্নপ্রকাশ করেছে লালমাই ক্লাব।

কুমিল্লা নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে বিশিষ্ট্য ব্যবসায়ী হাবিবুর রহমানের সভাপতিত্বে নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার তরুনরা উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন ড. আশিকুর রহমান, শিল্পতি জসিম উদ্দিন, কামাল হোসেন। বক্তারা বলেন- তরুন যুবকদের সৃজনশীল কাজে যুক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। পাশাপাশি শিক্ষিত তরুণ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে লালমাই ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। সভাপতি হিসাবে মনোনীত হন লালমাই উপজেলার কৃতি সন্তান, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও স্কলারশিপ প্রোগ্রামের এশিয়া মহাদেশের এম্বাসেডর ও ন্যাশনাল ফোকার পয়েন্ট ড. আশিকুর রহমান, সহসভাপতি হিসেবে মনোনীত হয় বিশিষ্ট শিল্পপতি, রুহামা গ্রুপের এমডি জসিম উদ্দিন, সেক্রেটারি বিশিষ্ট ব্যাবসায়ী কামাল হোসেন।
সহ সাধারণ সম্পাদক নাজমুল হাসান
সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল রনি কোষাধ্যক্ষ জিয়াউর রহমান , দপ্তর সম্পাদক-ইকবাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক-ডাঃ কাউসার আহমেদ জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান হুসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক মাসউদ মজুমদার, পাঠাগার সম্পাদক-মাঈন উদ্দিন মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন, পরিকল্পনা সম্পাদক হাবিবুর রহমান রায়হান, সাংস্কৃতিক সম্পাদক নেসার উদ্দিন মিশু, আইন ও মানবাধিকার সম্পাদক এডঃ ফরহাদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক বশিরুল আলম স্বপন, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কবির বিন রফিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ আখি আক্তার প্রমুখ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০