অর্থমন্ত্রীর পক্ষে লালমাইয়ে ১৮০০ শীতার্তের মাঝে আ’লীগের কম্বল বিতরণ

 

-নাফিউ জামান(ডেস্কঃ)

কুমিল্লা- ১০ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এর পক্ষে লালমাই উপজেলায় শীতার্তদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

১৩ জানুয়ারী (বুধবার) লালমাই উপজেলায় এক হাজার আটশো কম্বল শীতার্তদের জন্য বিতরণ করা হয়। লালমাই উপজেলার প্রতি ইউনিয়নে ২০০ করে মোট ৯ টি ইউনিয়নের এই ১৮০০ কম্বল বিতরণ করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া উপজেলার ৯ টি ইউনিয়নের
চেয়ারম্যান,আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিতরণের জন্য হস্তান্তর করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার কম্বল বিতরণের উদ্বোধন করে বলেন, অর্থমন্ত্রীর ব্যাক্তিগত তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।
সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ভাবে অসহায়,হতদরিদ্রের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করায় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, অর্থমন্ত্রীর ব্যাক্তিগত সহায়তায় কুমিল্লা- ১০ সংসদীয় আসন (সদর দক্ষিণ, লালমাই,নাঙ্গলকোট) প্রায় দশ হাজার কম্বল বিতরণ করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১