-আজকের লালমাই ডেস্কঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বাগমারা উত্তরে স্থানিয় প্রভাবশালীদের মধ্যস্থতায় গুইংগাজুড়ি নদী থেকে নিষিদ্ধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন যেন থামছেই না
এতে করে নদীর দুই ধারের মাটি ভাঙ্গনের আশংকায় স্থানীয় কৃষকরা।
সরজমিনে গিয়ে দেখাযায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মাঝামাঝি পশ্চিম নোয়াগাও এর এক প্রাভাবশালী ব্যাক্তির তত্তাবধানে এই ড্রেজার পরিচালনা হচ্ছে বলে জানা গেছে।
জানা যাচ্ছে বর্তমানে নদী থেকে উত্তোলন করা মাটি ১ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে পাশ্ববর্তী উত্তর ধনপুরের আবু বক্করের জমি বরাট করা হচ্ছে।
এতে করে নদীর অসমগভীরতার কারনে নদীর দুই ধারের মাটি ভাঙ্গনের আশংকা করছে স্থানীয় কৃষকরা।
স্থানিয় কৃষকরা এই বিষয়ের প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেছেন।
এই ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে বলেন,এই ব্যাপারে আমি এই মাত্র আপনার থেকে জানতে পারলাম,অবৈধ মাটি উত্তোলনের কারনে আমাদের ব্রিজ কালভার্ট গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে,দ্রুত সময়ে আমি মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিব।