-আজকের লালমাই ডেস্কঃ-
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অস্থায়ী পশুর হাট দত্তপুরে মাস্ক না পড়ায় তিন জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা মো নজরুল ইসলাম।
৩১শে জুলাই শুক্রবার বিকাল ৪ঃ৩০ মিনিটে বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন মাঠে মাস্ক ব্যবহার না করায় দুই গরু ব্যবসায়ী ও এক দোকানি সকলকে ৫০০টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও নজরুল ইসলাম বলেন,
সকলে মাস্ক ব্যবহার করুন,এই বার ঈদে ঈদগাঁহে নয়, সকলে স্থানিয় মসজিদে ঈদের নামাজ আদায় করুন।
পরে ইউএনও নজরুল ইসলাম বাজারের বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।