বাগমারা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান,দোকান উচ্ছেদ

-গাজী মামুন(ডেস্ক) লালমাই উপজেলার বাগমারা বাজারে অবৈধ দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণ করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ-সময় অবৈধভাবে ফুটপাত ও পথচারীদের রাস্তা দখল করার দায়ে নিরাপদ সড়ক আইনে তালুকদার সুইটস এন্ড বেকারিকে ৩ হাজার টাকা, মক্কা গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, মদিনা গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, বাগমারা ক্রোকারিজকে ১ হাজার টাকা, আবু তাহের স্টোরকে ১ হাজার টাকা এবং পূজা কনফেকশনারিকে ১ হাজার টাকা করে ৬টি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অবৈধভাবে দখলের মাধ্যমে নির্মিত দুইটি টিনশেড দোকানঘর উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য একটি গলি দখলমুক্ত করা হয়৷ পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে অটো রিক্সাগুলোর জন্য বাগমারা জিরো পয়েন্টের পশ্চিমপাশে অস্থায়ী একটি অপেক্ষা স্থান নির্ধারণ করে দেয়া হয়। যেখানে স্বল্প সময়ের মধ্যে অটোরিক্সাগুলো যাত্রীদের উঠা-নামা করাতে পারে। এ-সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন, বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম, লোকমান হোসেন, মানিক মিয়া প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত, যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১