ভূলইনে হাজী আঃ রশিদ ফাউন্ডেশন কর্তৃক গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

গত ২০ ডিসেম্বর, ২০২০ রোজ রবিবার কুমিল্লার লালমাই উপজেলার অন্তর্গত ভূলইন উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামে গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, গরীব অসহায়ের পরম বন্ধু আবদুল জলিল সওদাগরের উদ্যোগে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।

ডাঃ জামাল হোসেনের সভাপতিত্বে পরিচালিত উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুবলীগের সভাপতি আবদুল মোতালেব, ভূলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান কবির, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, কাজী কামরুল হাসান ভুট্টুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

“মানুষ মানষের জন্য। গরীব দুঃখী ও মেহনতি মানুষের সেবাই আমাদের লক্ষ্য” এই চেতনাকে লালন করেই ০১/০১/২০২০ ইং গঠিত অরাজনৈতিক ও সেবামূলক এ সংগঠনটির উদ্দেশ্য হলো এলাকার পিছিয়ে পড়া মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকা। গরীব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা।

এছাড়াও প্রতি বছর হাজী আবদুর রশিদ ফাউন্ডেশন থেকে গরীব অসহায় ও ড্রাইভার শ্রমিকদের ঈদ সামগ্রী সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১