লালমাইয়ে ইভটিজিংয়ে বাধা দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ!

-মোঃ নাছির আহাম্মেদঃ
কুমিল্লার লালমাই উপজেলায় আমান উল্ল্যাহ নামের ৬০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দেলু মেম্বার গংদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭-এপ্রিল) বিকালে উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামের পশ্চিম পাড়ায় আমান উল্ল্যাহর বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শনিবার (১৮-এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলঘর ইউপির ১ নং ওয়ার্ড সদস্য ও ইছাপুরা গ্রামের দেলুর ভাই সোহরাব একই গ্রামের আমান উল্ল্যার মেয়েকে ইভটিজিং করে আসছে। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার তাকে দেলু মেম্বার ও তার ভাই সোহরাব ১০-১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাংচুর করে। এতেও শান্ত হয়নি ওই সন্ত্রাসীরা। পুনরায় শুক্রবার বিকেলে তাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে আমান উল্ল্যাহ ও তার ছেলে আনোয়ার কে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আমান উল্ল্যাহ অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সকাল ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় আমান উল্ল্যাহর মৃত্যু হয়।
লালমাই থানার এএসআই হেলাল উদ্দিন জানায়, এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার বাদি হয়ে লালমাই থানার মামলা নংঃ ২(১৮-৪-২০২০) ৪ জনের নাম উল্লেখ করে ও ৭-৮ জনের অজ্ঞাত নাম দিয়ে শুক্রবার বিকেলে একটি মামলা দায়ের করেন। এতে রবিউল ও তোফাজ্জল নামের দু’জন আসামীকে আটক করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০