লালমাইয়ে ২ ব্যাবসায়ী ও আড্ডা দেয়ার অপরাধে ৪ ব্যাক্তিকে জরিমানা!

 

-মোঃনাছির আহাম্মেদ(আজকের লালমাই) মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে
লালমাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার, লালমাই ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব কে.এম. ইয়াসির অারাফাত।

২৪ এপ্রিল শুক্রবার রাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ও দ্রব্যমূল্যের অতিরিক্ত টাকা রাখায় ভূলইন দক্ষিণ ইউনিয়নের অামুয়ার হারুনুর রশিদকে ২০০০ টাকা,
পেরুল উত্তরের ছিলোনিয়ার মো অাকতারকে একই অপরাধে ৫০০০ টাকা ও
৪ ব্যক্তি জনসমাগম করে অাড্ডা দেয়ায় প্রত্যেককে ১০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান ও মুচলেকা নেয়া হয়।

এতে লালমাই থানার ওসি মোহাম্মদ অাইয়ুব ও
লালমাই থানা পুলিশ প্রসিকিউশনে সহায়তা করেন।

এসময় উপজেলা নির্বাহি অফিসার, লালমাই জনাব কে.এম.ইয়াসির অারাফাত এর নেতৃত্বে
মেজর মোয়াজ্জেম এর অধীনে সেনাবাহিনী,
ওসি মোহাম্মদ অাইয়ুব ও লালমাই থানা পুলিশ অাইনশৃঙ্খলা রক্ষার্থে যৌথভাবে পুরো লালমাই উপজেলার প্রধান সড়কগুলোতে টহল দেন ।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১