-অনলাইন ডেস্কঃ(ফাইল ছবি)
লালমাই উপজেলায় ধীরে ধীরে ভয়াবহ অবস্থা সৃষ্টি করছে বৈশ্বিক মহামারী করোনা। লালমাই উপজেলায় অাজ সর্বোচ্চ ০৮ জন করোনাপজিটিভ সনাক্ত !
গত ৩০ শে জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত সতেরো জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ০৯ জন কোভিড১৯ পজিটিভ এবং বাকিরা নিগেটিভ। আক্রান্তদের মধ্যে রয়েছে দত্তপুর ও দৌলতপুর সহ বাগমারা উত্তরে ০৫ জন,
বেলঘর উত্তরের তুলাতলীতে একজন সহ মোট ০২ জন,
বাগমারা দক্ষিণের বাগমারা বাজারে ০১ জন নতুন ও ০১ জনের ২য় নমুনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।

এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৬২ জন। মৃত্যু সংখ্যা দুজন সুস্থ হয়েছেন ১১ জন।
এ পর্যন্ত লালমাই উপজেলায় সংগৃহীত ৪৭৪টি নমুনার মধ্যে ৪৩০ টির ফলাফল পাওয়া গেছে, বাকিগুলো অপেক্ষমাণ আছে।
আরো পড়ুনঃ