লালমাই উপজেলায় ৬০০ কৃষককে বিনামূল্য বীজ এবং সার বিতরণ!

মাসুদ রানা:
আজ ১৬ই এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ৯ টি ইউনিয়নে ৬০০ কৃষককে ২০২০-২১ অর্থ বছরের আউশ প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।

উক্ত সার ও বীজ বিতরন কার্য উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীশ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবির খান, বিভিন্ন উপ সহকারীবৃন্দ ও ইউপি’র চেয়ারম্যানবৃন্দ।

বিতরনী ইউনিয়নগুলো বাগমার উত্তর ৭০ জন, বাগমারা দক্ষিণ ৬৫ জন, পেরুল উত্তর ৭০ জন, পেরুল দক্ষিণ ৭০ জন, ভূলইন উত্তর ৬৫ জন, ভূলইন দক্ষিণ ৬৫ জন, বেলঘর উত্তর ৬৫ জন, বেলঘর দক্ষিণ ৬৫ জনকে বিনামূল্য সার ও বীজ বিতরন করা হয়েছে, যার মধ্যে প্রতি একজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএনপি সার, ১০ কেজি এম ও পি সার পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবির খান জানান, প্রতিটা ইউনিয়নে আমরা সুষ্ঠ বন্টন করেছি এবং আমি আশা করি সরকারের এই উদ্যেগে কৃষকরা উপকৃত হবে, যার ফলে কৃষি জমি আবাদে আরও উৎসাহিত হবে সাধারন মানুষ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১